আমাদের নাটোর জেলা সম্পর্কে কিছু তথ্য
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমাদের নাটোর জেলা
আমাদের নাটোর জেলার আয়তন ১৮৯৬.০৫ বর্গ কিলোমিটার ,
পোস্ট সূচিপত্র .
- ভূমিকা
- নাটোর জেলার ভৌগলিক অবস্থান
- নাটোর জেলার জনসংখ্যা
- নির্বাচনী এলাকা
- নাটোর জেলায় উপজেলা
- নাটোর জেলায় মোট ৭টি থানা
- নাটোর জেলায় পৌরসভা মোট ০৮টি
- নাটোর জেলায় মোট ৫২ টি ইউনিয়ন
- নাটোর জেলায় স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়
- নাটোর জেলার নদ- নদী নাম
- নাটোর জেলার দর্শনীয় স্থানগুলো
- নাটোর জেলার কৃষি
- নাটোর জেলার পর্যটন কেন্দ্র
- নাটোর জেলায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান
- উপসংহার
ভূমিকা
ইতিহাসের সোনালি দিনগুলোর নীরব সাক্ষী বরেন্দ্র অঞ্চলে বিখ্যাত জেলা নাটোর। জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত।নাটোর রাজবাড়ি (পাগলা রাজার প্রাসাদ, নাটোর প্রাসাদ নামেও পরিচিত) ছিল বাংলাদেশের নাটোরের একটি বিশিষ্ট রাজপ্রাসাদ। এটি ছিল রাজশাহী রাজ পরিবারের জমিদারদের বাসস্থান ও আসন । বিখ্যাত রানী রানী ভবানী এখানে বসবাস করতেন এবং স্বামীর মৃত্যুর পর এস্টেট ও প্রাসাদ উভয়েরই প্রসার ঘটান
রাজা রামজীবন রায় নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা। কথিত আছে লস্কর খাঁতার সৈন্য-সামন্তদের জন্য যে স্থান হতে রসদ সংগ্রহ করতেন, কালক্রমে তার নাম হয় লস্করপুর পরগনা। এই পরগনার একটি নিচু চলাভূমির নাম ছিল ছাইভাংগা বিল। ১৭১০ সনে রাজা রামজীবন রায় এই স্থানে মাটি ভরাট করে তার রাজধানী স্থাপন করেন।
আরো পড়ুন,
নাটোর জেলার ভৌগলিক অবস্থান
নাটোর জেলার জনসংখ্যা :
নির্বাচনী এলাকা
যার মোট ভোটার সংখ্যা ১০৫০২৭৩ জন; পুরুষ ৫১৪১৮৬ জন, মহিলা ৫৩৬০৮৭ জন ।
নাটোর জেলায় উপজেলা
নাটোর জেলায় সর্বমোট উপজেলা ০৭টি; ১ - নাটোর সদর, ২-সিংড়া,৩- গুরুদাসপুর, ৪ - বড়াইগ্রাম, ৫ - লালপুর, ৬-বাগাতিপাড়া,৭- নলডাঙ্গা
নাটোর জেলায় মোট ৭টি থানা আছে
নাটোর জেলায় পৌরসভা মোট ০৮টি
নাটোর জেলায় মোট ৫২ টি ইউনিয়ন
নাটোর জেলায় সর্বমোট গ্রামের সংখ্যা ১৪৩৪টি ।
https://www.bdinformation21.xyz/2024/07/blog-post_27.html,
নাটোর জেলায় স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় :
স্কুল প্রাথমিক বিদ্যালয় (সরকারি ও বেসরকারি) মোট -৬৫৮টি, যার মধ্যে নিম্ন মাধ্যমিক-৬৩টি, মাধ্যমিক-২৫৮টি, দাখিল মাদ্রাসা-১২১টি, কমিউনিটি বিদ্যালয়-৩৭টিনাটোর জেলার নদ- নদী নাম :
নন্দকুঁজা, বারনই, গোধাই, বড়াল, গুনাই, নারদ নদ ।নাটোর জেলায় হাটবাজারে সংখ্যা হাট বাজার ১৭০টি ।
নাটোর জেলার দর্শনীয় স্থানগুলো :
দর্শণীয় স্থান দিঘাপতিয়া রাজবাড়ী (উত্তরা গণভবন), নাটোর রাজবাড়ী, চৌগ্রাম জমিদার বাড়ী , নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম , নাটোর ডিসি পার্ক ইত্যাদি ।
নাটোর জেলা কারাগার ০১টি
নাটোর জেলায় সংসদীয় আসন ০৪টি ।
নাটোর জেলার ভৌগলিক অবস্থান
উত্তরে বগুড়া ও নওগাঁ জেলা, পূর্বে সিরাজগঞ্জ ও পাবনা জেলা, দক্ষিণে পাবনা ও
কুষ্টিয়া জেলা, পশ্চিমে রাজশাহী জেলা।
আরো দেখুন,নাটোর উত্তরা গণভবন দিঘাপতিয়া রাজবাড়ী
স্বাস্থ্য
জেলা হাসপাতাল ০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০৫টি, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ৩০টি, ইউনিয়ন সাব সেন্টার ১৫টি, কমিউনিটি ক্লিনিক ১৫৯টি,নাটোর জেলার কৃষি :
নাটোর জেলায় মোট কৃষি ফসলী জমি ৩০১৮৫৬ হেক্টর, মোট আবাদী জমি ১৫০৮৩৮ হেক্টর, এক ফসলী ৩৪৬৭৫ হেক্টর, দুই ফসলী ৮১৫১৫ হেক্টর, তিন ফসলী ৩৪৪৪১ হেক্টর, কৃষি পরিবার ২৯৮৪৯৯টি, ফসলের নিবিড়তা ২০০.১২%, সেচের আওতায় মোট ফসলী জমি ১২২৩০৫ হেক্টর (৫৫%), চরাঞ্চল ২৩৪০ হেক্টর ।নাটোর জেলার পর্যটন কেন্দ্র
রাণী ভবানীর রাজবাড়ী, উত্তরা গণভবন, চলনবিল, হালতির বিল এবং অন্যান্য দর্শনীয় ঐতিহাসিক স্থাপনা নিয়ে পর্যটন জোন গড়ে তোলা গেলে তা এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে ।
নাটোর জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান
নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ, রাণী ভবানী সরকারি মহিলা কলেজ, দিঘাপতিয়া এম.কে ডিগ্রী কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মহারাজা জে.এন উচ্চ বিদ্যালয়।নাটোর জেলায় সরকারি ও বেসরকারি মোট ১০৬ টি কলেজ রয়েছে , মাদ্রাসা (আলিম, ফাজিল, কামিল)-২৬টি ।
ধর্মীয় উপাসনালয়
মসজিদ, মন্দির, গীর্জা ।
নাটোর জেলার যোগাযোগ ব্যবস্থা:
সড়ক ও রেলপথ ।
নাটোর জেলার প্রেস ক্লাব০১টি; জেলা প্রেস ক্লাব, নাটোর ।
নাটোর জেলায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান :
জেলা শিল্পকলা একাডেমী, মনোবীণা সংঘ, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নাটোর সংগীত বিদ্যালয়, উষা খেলাঘর আসর, ভোলামন বাউল সংগঠন, ইছলাবাড়ী বাউল সংগঠন, নৃত্যাঙ্গন, ডিং ডং ড্যান্স ক্লাব, দিব্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্মৃতি নৃত্য, সারেগামা, সুরের ছোঁয়া, ঝংকার নৃত্য গোষ্ঠি, সুপারস্টার ড্যান্স ক্লাব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, ইংগিত থিয়েটার ইত্যাদি ।
নাটোর জেলায় সেনাবাহিনী ব্রিগেড
কাদিরাবাদ সেনানিবাস (ইঞ্জিনিয়ারিং কোর), দয়ারামপুর, বাগাতিপাড়া ।
উপসংহার
ইতিহাসের সোনালি দিনগুলোর নীরব সাক্ষী বরেন্দ্র অঞ্চলে বিখ্যাত জেলা নাটোর। জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত। দুর্যোগপ্রবন এলাকা নয়।
Comments
Post a Comment