দৈনন্দিন জীবনে মোবাইল ফোন ব্যবহার

                                                    বিসমিল্লাহির রাহমানির রাহিম

                 দৈনন্দিন জীবনে মোবাইল ফোন ব্যবহার 



 পোস্ট সূচীপত্র 

  • ভূমিকা 
  •  নামকরণ
  • মোবাইল ফোনের জনপ্রিয়তার কারণ
  • মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাব
  • উপসংহার


ভূমিকা:

— আধুনিক প্রযুক্তি বিদ্যার নবতম আবিষ্কার হল ইন্টারনেট, ই-মেল ও মোবাইল ফোন । যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হল মোবাইল ফোন । তার বিহীন এই ক্ষুদ্র মোবাইল যন্ত্রটির মাধ্যমে আমরা মুহূর্তে দেশে বা বিদেশে থাকা মানুষের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারি, সমস্ত প্রকার খবরাখবরের আদান প্রদান করতে পারি । গত কয়েক বছরের মধ্যে এই ছোট যন্ত্রটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দেখা দিয়েছে । মোবাইল ফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না ।


 নামকরণ 

মোবাইল ফোন, সেলুলার ফোন, সেলফোন, হ্যান্ড ফোন বা মুঠোফোন (ইংরেজি: Mobile phone তুর্কি:cep telefonu ) তারবিহীন টেলিফোন বিশেষ। মোবাইল অর্থ ভ্রাম্যমাণ বা “স্থানান্তরযোগ্য”। এই ফোন সহজে যেকোন স্থানে বহন করা এবং ব্যবহার করা যায় বলে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে ।মোবাইল ফোনের ব্যবহার এখন সর্বস্তরেই । সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সব পরিবারেই মোবাইল ফোনের ব্যবহার ছড়িয়ে পড়েছে । এই যন্ত্রটি স্বল্প মূল্যেও পাওয়া যায় আবার বেশি দামের স্মার্টফোনও আছে । সুবিধাজনক মূল্যে ও আকর্ষণীয় শর্তে পাওয়া যায় বলে এটা সর্বস্তরের মানুষ ব্যবহার করছে । ভবিষ্যতেও এর ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলে সকলের ধারণা ।


আরো পড়ুন ,চলন বিল নিয়ে কিছু অজানা কথা

মোবাইল ফোনের জনপ্রিয়তার কারণ

 মোবাইল ফোনের জনপ্রিয়তার অনেকগুলো কারণের মধ্যে বিশেষ বিশেষ কারণ হল । স্বল্পমূল্যে ফোনটি কেনা যায় বলে সব ধরনের মানুষ এটি ব্যবহার করতে পারে । মোবাইল ফোন সঙ্গে নিয়ে সর্বত্র যাওয়া যায় এবং সব জায়গায় এটা ব্যবহার করা যায় অতি সহজে । কম খরচে এস.এম.এস -এর মাধ্যমে গ্রাহক যে কোন সংবাদ আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব বা অন্য কোনো জায়গায় পৌঁছে দিতে পারে । এছাড়া বর্তমানে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন বিষয়ের খোঁজ-খবর, প্রাত্যহিক খবর, এফ এম রেডিও, ক্যামেরা প্রভৃতি বিভিন্ন বিষয় মোবাইল ফোন থেকে পাওয়া যায় । মোবাইল ফোন শুধু প্রয়োজন মেটায় না, চিত্ত বিনোদনের একটা মাধ্যম হয়ে উঠেছে । হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব কম সময়ে ছবি, বা কোন ঘটনা বা অফিস-আদালতের সার্কুলার, মেমো প্রভৃতি খুব কম সময়ে পৌঁছে দেওয়া যায় । আজকের দিনে এই ব্যবস্থাটি খুবই কার্যকরী ও জনপ্রিয়তা লাভ করেছে ।মোবাইল ফোনের ব্যবহার এখন সর্বস্তরেই । সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সব পরিবারেই মোবাইল ফোনের ব্যবহার ছড়িয়ে পড়েছে । এই যন্ত্রটি স্বল্প মূল্যেও পাওয়া যায় আবার বেশি দামের স্মার্টফোনও আছে । সুবিধাজনক মূল্যে ও আকর্ষণীয় শর্তে পাওয়া যায় বলে এটা সর্বস্তরের মানুষ ব্যবহার করছে । ভবিষ্যতেও এর ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলে সকলের ধারণা ।



মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাব

— মোবাইল ফোনের ব্যবহার সভ্য জীবনের একটা অপরিহার্য ব্যবস্থা হয়ে উঠলেও এর ক্ষতির দিকও রয়েছে । মোবাইল ফোনে বেশি কথা বলা বা ব্যবহার করা ঠিক নয় । এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে । মোবাইল ফোনে অনর্থক কথা বলা, এস.এম.এস করা, গেম খেলা, বা নানা ধরনের পর্নো ছবি দেখায় লিপ্ত থাকে যুবক-যুবতীরা । এটি একটি নেশার মত যুব সমাজকে গ্রাস করেছে । একটা বেপরোয়া ভাব দেখা যায় এদের মধ্যে । আবার ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় কোনো দিকে খেয়াল থাকে না, এতে অকালে অনেক প্রাণ চলে যায় । অনেকে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে দুর্ঘটনা ঘটিয়ে অনেকের বিপদ ডেকে আনে । অত্যধিক মোবাইল ফোনের ব্যবহারে মস্তিষ্কে ক্যানসারও হতে পারে বলে বিজ্ঞানীরা সমীক্ষা করে জানিয়েছেন ।এছাড়াও অনেক চক্ষু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে অল্প বয়সেই চোখের দৃষ্টি নষ্ট হতে পারে। দীর্ঘ সময় ধরে যে কোন বার্তা টাইপ করলে আঙুলের জয়েন্টে ব্যথা হতে পারে। এমতবস্থায় জয়েণ্টের ব্যথা বেশি হলে আর্থরাইটিসের সমস্যা দেখা দিতে পারে। গবেষনায় জানা গেছে, মোবাইলের স্ক্রীন থেকে নির্গত আলোর তরঙ্গ শুক্রাণুর ওপর প্রখর প্রভাব ফেলে ঘনত্ব কমে দিতে পারে। বিনা কারণে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে রাতের ঘুম নষ্ট হয় ।



উপসংহার

 — মোবাইল ফোন আমাদের জীবন যাত্রায় অনেক স্বচ্ছলতা এনে দিয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে । কিন্তু ক্ষতিও হচ্ছে প্রচুর । মোবাইল ফোনের ব্যবহারে কিশোর-কিশোরীরা এতটাই মগ্ন হয়ে পড়েছে, যে তারা পারিপার্শ্বিকের দিকে তাকাচ্ছে না । এমনকি পরিবারে বাবার আর্থিক অবস্থার কথাও ভাবছে

 না । 







Comments

Popular posts from this blog

এক মিনিটে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

চলন বিল নিয়ে কিছু অজানা কথা