এক মিনিটে নগদ একাউন্ট তৈরি করার নিয়ম

           এক মিনিটে নগদ একাউন্ট তৈরি করার নিয়ম 


www.bdinformation21.xyz

 


নগদ একাউন্ট দেখার ২টি পদ্ধতি আছে। এগুলো হচ্ছে –

  1. নগদ ডায়াল কোড দিয়ে 
  2. নগদ অ্যাপ দিয়ে 

এই দুই পদ্ধতি অনুসরণ করে নগদ একাউন্ট দিয়ে সব ধরণের লেনদেন করতে পারবেন এবং নগদ একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। এখন এই দুইটি পদ্ধতি নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

আরো পড়ুন : চলন বিল নিয়ে কিছু অজানা কথা

  1. কোড দিয়ে দ্বারা নগদ একাউন্ট খোলা ;

আরো পড়ুন bd information 21.

  •  বাটন মোবাইল কিংবা স্মার্টফোন থেকে ডায়াল প্যাড ওপেন করে নিন। এরপর, *167# কোডটি টাইপ করে যে সিমে নগদ অ্যাকাউন্ট করতে চান, উক্ত সিম থেকে ডায়াল করুন ।

www.bdinformation21.xyz
  •  এরপর, আপনার কাছে পিন নাম্বার চাইবে। একটি গোপন ৪ সংখ্যার পিন নাম্বার দিবেন। এই পিন নাম্বারটি দিয়ে যে কেউ আপনার একাউন্ট হাতিয়ে নিতে পারবে। তাই, পিন নাম্বারটি কারও সাথে শেয়ার করবেন না।


www.bdinformation21.xyz

  • পিন নাম্বার দিয়ে সেন্ড করার পর আবারও পূর্বের পিন নাম্বারটি চাইবে। একটু আগে যে পিন নাম্বারটি দিয়েছেন, সেটি আবারও রিপিট করুন। এরপর, আবারও সেন্ড করুন।

www.bdinformation21.xyz

নগদ একাউন্ট এর ধরণ নির্বাচন করার পর আপনি নগদ থেকে একটি ম্যাসেজ পাবেন যে আপনার নগদ একাউন্টটি একটিভ হয়েছে। এরপর থেকে আপনি নিশ্চিন্তে নগদ একাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন।


2. নগদ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খোলার নিয়ম

আপনার কাছে একটি স্মার্টফোন থাকলে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে নগদ অ্যাপ ইন্সটল করে নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট তৈরি করে নিতে পারবেন। নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।


  •  প্রথমেই প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে NAGAD অ্যাপটি ইন্সটল করে নিন। অতঃপর, অ্যাপটি ওপেন করে নিন।
  •  আপনার মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারের অপারেটর সিলেক্ট করে দিন।
  •  অতঃপর, জাতীয় পরিচয় পত্রের উভয় অংশের ছবি তুলে সাবমিট করুন এবং সকল তথ্য যাচাই করে নিশ্চিত করুন এবং পরের ধাপে যান।
  •  আপনার কাছে অন্যান্য কিছু তথ্য চাইতে পারে, এসব তথ্য পূরণ করে দিবেন এবং আপনার ছবি তুলতে বলবে। ক্যামেরা ওপেন হবে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন এবং সাবমিট করে দিবেন।
  •  এরপর, স্বাক্ষর চাইতে পারে। স্বাক্ষর করে সকল শর্ত মেনে পরবর্তী ধাপে গেলে আপনার নগদ একাউন্ট তৈরি হয়ে যাবে। নগদ একাউন্টটি এপ্রুভ হয়ে গেলে ম্যাসেজ পাবেন। ম্যাসেজ পাওয়ার পর সদ্য তৈরি করা নগদ একাউন্টটি দিয়ে লেনদেন করতে পারবেন।
  •  
  • উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে সহজেই আপনার স্মার্টফোন দিয়ে নগদ অ্যাপ ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন।মোবাইল নাম্বারের অপারেটর সিলেক্ট করে দিন।


আরো পড়ুন
bd information 21.







Comments

Popular posts from this blog

এক মিনিটে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

চলন বিল নিয়ে কিছু অজানা কথা