এক মিনিটে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

                       নতুন বিকাশ একাউন্ট খুলতে করণীয়




www.bdinformation21.xyz



নতুন বিকাশ একাউন্ট খোলা একদম বর্তমানে সকল এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন এবং রবি গ্রাহকগণ বিকাশ একাউন্ট খুলতে পারবেন নিজের ফোনের বিকাশ অ্যাপ থেকেই! বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকেই ঘরে বসে একাউন্ট খুলতে পারবেন নিচের ধাপগুলো অনুসরণ করে। 

বিকাশ অ্যাপের মাধ্যমে

বিকাশ অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলতে যা লাগবে-

  • ১। স্মার্টফোন
  • ২। জাতীয় পরিচয়পত্রের মূল কপি

পদ্ধতি:  

  •  বিকাশ অ্যাপে গিয়ে লগইন/রেজিস্টার-এ ট্যাপ করুন। 
  •  অপারেটর বেছে নিয়ে আপনার মোবাইল নাম্বারটি দিন। 
  •  মোবাইল নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড দিয়ে পরের ধাপে যান।
  •  শর্তাবলি পড়ে সম্মতি দিয়ে সামনে এগিয়ে যান।
  •  আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশের ছবি তুলুন। 
  • প্রয়োজনীয় তথ্য চেক করে এগিয়ে যান। 
  •  ফোনের ক্যামেরা দিয়ে নিজের চেহারার ছবি তুলুন।
  •  এবার তথ্য সাবমিট করে এগিয়ে যান।
  •  ভেরিফিকেশনের কনফার্মেশন এসএমএস-এর জন্য অপেক্ষা করুন। এই তথ্য যাচাই করতে বিকাশ-এর ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
  •  কনফার্মেশন এসএমএস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিন সেট করতে হবে। পিন সেট করতে অ্যাপে এসে 'পিন সেট করুন'-এ ট্যাপ করে ৫ সংখ্যার পিন দিয়ে নিশ্চিত করুন।
  • এবার বিকাশ অ্যাপে লগইন করুন।
  • * আপনার পিন নাম্বারটি সবসময় গোপন রাখুন



এক মিনিটে নগদ একাউন্ট তৈরি করার নিয়ম 

ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে ই-কেওয়াইসির মাধ্যমে একাউন্ট খুলুন:

নিকটবর্তী ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন-

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয়পত্রের মূল কপি

 আরো পড়ুন : চলন বিল নিয়ে কিছু অজানা কথা

পদ্ধতি:

  •  এজেন্ট আপনার মোবাইল নাম্বার ও অপারেটর নিশ্চিত করে একাউন্ট খোলার জন্য অনুমতি নেবেন। 
  •  আপনার নাম্বারে পাঠানো রেফারেন্স নাম্বারটি নেবেন। 
  • আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশের ছবি তুলবেন। 
  •  এজেন্ট ই-কেওয়াইসি এন্ট্রির জন্য আপনার একটি ছবি তুলবেন। 
  •  সফল রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন। 

এজেন্ট পয়েন্টে কেওয়াইসি ফর্ম পূরণ করে বিকাশ একাউন্ট খুলুন:

নিকটবর্তী এজেন্ট পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন-

  •  মোবাইল ফোন
  • জাতীয় পরিচয় পত্র (মূল এবং ফটোকপি)
  • ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

২। “অ্যাক্টিভেট মোবাইল মেন্যু” বেছে নিন।

৩। বিকাশ একাউন্টের জন্য ৫ ডিজিটের পিন নাম্বারটি প্রবেশ করান

৪। কনফার্ম করার জন্য আপনার পিন নাম্বারটি আবার প্রবেশ করান  

* আপনার পিন নাম্বারটি সব সময় গোপন রাখুন

সকল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবার পর, আপনার মোবাইল নাম্বারটি আপনার বিকাশ একাউন্ট নাম্বার হিসেবে গণ্য হবে। আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার পর *247# ডায়াল করে অথবা বিকাশ অ্যাগ্রাহক সেবা কেন্দ্রে 

bd information 21.

Comments

Popular posts from this blog

চলন বিল নিয়ে কিছু অজানা কথা