দোকান ভাড়ার চুক্তিপত্র
দোকান ভাড়ার চুক্তিপত্র
১ম পক্ষ: বাড়ি/ফ্ল্যাটের মালিক
মো: ..........................., পিতা.........................., মাতা: ...................., সাং-.................................., থানা-............., জেলা-............। জাতীয় পরিচয় পত্র নম্বর: ......................................., পেশা: .......................................।
২য় পক্ষ: দোকানের ভাড়াটিয়া
মো: ............................, পিতা..............................., মাতা:..........................., সাং- ........................, থানা-....................., জেলা-....................., জাতীয় পরিচয় পত্র নম্বর: ............................, পেশা: ................................।
মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করিয়া অত্র দোকান ভাড়ার
চুক্তিপত্রের বয়ান শুরু করিলাম। যেহেতু তফসিল বর্ণিত দোকান ঘরটি অত্র
চুক্তিপত্রের প্রথম পক্ষের স্বত্ব খাস দখলীয় সম্পত্তি বটে। সেহেতু
প্রথম পক্ষ নিম্ন তফসিল বর্ণিত উক্ত দোকান ঘরটি মাসিক ভাড়া দেয়ার
প্রস্তাব করলে দ্বিতীয় পক্ষ তাতে শুধুমাত্র
........................... দোকান দেওয়ার জন্য ভাড়া নিতে ইচ্ছা পোষণ
করেন।
সেহেতু উভয় পক্ষ আলাপ আলোচনাক্রমে
............................,.........................
বাজারের..................... বিল্ডিয়ের ... .........তলার ......নং দোকান মাসিক
....................................টাকা ভাড়া ধার্য্য করে
নিম্নক্তো শর্তাবলী পালন সাপেক্ষে উভয় পক্ষ চুক্তিপত্রটি সম্পাদন
করলেন।
এক মিনিটে নগদ একাউন্ট তৈরি করার নিয়ম
উক্ত চুক্তির শর্তসমূহ:
১। দোকান ভাড়ার মেয়াদ এক বৎসর যাহার তারিখ .................ইং হইতে .............. ইং পর্যন্ত বলবৎ থাকিবে। মেয়াদান্তে উভয় পক্ষ ইচ্ছা করিলে পুনরায় ভাড়া নির্ধারণ পূর্বক এই চুক্তির মেয়াদ বাড়াইতে পারিবেন অন্যথা দ্বিতীয় পক্ষ দোকান ছাড়িয়া দিবেন।
২। দোকান ঘরের মাসিক ভাড়া ........... ..... টাকা ধার্য্য করা হলো।৩। প্রত্যেক চলতি মাসের ভাড়া তপরবর্তী মাসের ১ম সপ্তাহের মধ্যে অত্র চুক্তিপত্রের দ্বিতীয় পক্ষ কর্তৃক প্রথম পক্ষ অথবা তাহার মনোনীত প্রতিনিধির বরাবরে পরিশোধ করতে হবে। প্রথম পক্ষ রশিদ প্রদানপূর্বক ভাড়া প্রাপ্তি স্বীকার করবেন।
৪। ২য় পক্ষ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত হারে উৎসে কর কর্তন করে ভাড়ার সাথে সমন্বয় করবেন এবং করের চালানের কপিসহ ১ম পক্ষকে হস্তান্তর করবেন এবং ২য় পক্ষ ১ম পক্ষের কাছে থেকে........................................ টাকার রশিদ বুঝিয়া নিবেন। এছাড়া ২য় পক্ষ সরকার কর্তৃক মাসিক প্রদেয় ভাড়ার উপর নির্ধারিত হারে ভ্যাট পরিশোধ করবেন।
৫। ২য় পক্ষ তসফিলের দোকান ঘরটি কেবলমাত্র মুধির দোকানের ব্যবসা করবেন। অন্য কোন ব্যবসা করতে পারবেন না। যদি অন্য কোন ব্যবসা করেন, তাহলে চুক্তি ভঙ্গ হয়েছে বলে গণ্য হবে এবং ১৫ দিনের নোটিশে ২য় পক্ষকে ১ম পক্ষ উচ্ছেদ করতে পারবেন।
অতএব এই প এতস্বার্থে স্বেচ্ছায়, স্নগেনে অসুস্থ্য শরীরে ও অন্যের বিনা প্ররোচনায় আমরা উভয় পক্ষ স্বাক্ষীগনের সম্মুখে অত্র দলিল নিঙ্গে পড়িয়া ও নিজে ও নিজ লোক দ্বারা পড়ছিয়া ইহার মর্ম সাবুঝিয়া সহি সম্পাদন করিলাম।
স্বাক্ষীগনের স্বাক্ষর
1 ..............................প্রথম পক্ষের স্বাক্ষর
bd information 21.
bd information 21. |
Comments
Post a Comment