নাটোরে ছিনতাইকৃত অটোরিস্কা সহ গ্রেফতার তিন।

               নাটোরে ছিনতাইকৃত অটোরিস্কা সহ গ্রেফতার তিন।







 নাটোর শহরতলীর উলুপুর আম হাটি এলাকার ফারুক পাটোয়ারির ছেলে মোঃ জুবায়ের হোসেন নিরব (১৬) গত ২৩শে সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ অটো নিয়ে ভারা কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিকালে একজন অজ্ঞাত যাত্রী নাটোর থানাধীন রামাইগাছী যাওয়ার কথা বলে আম বাগানের সামনে ফাঁকা জায়গায় পৌছলে উক্ত অজ্ঞাত যাত্রী পিছন থেকে অটোচালকের মাথায় লোহার হাতুড়ী দিয়ে আঘাত করে অটোরিক্সাসহ মোবাইল ফোন ও নগদ ৯০০/- টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা মোঃ ফারুক পাটুয়ারী নাটোর থানায় লিখিত এজাহার দায়ের করলে মামলা রুজু হয়।

উক্ত ঘটনায় পুলিশ সুপার, নাটোর মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নাটোর এর একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪শে সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রাতে নাটোর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১নং আসামী মোঃ ইমান আলী ইমন (২০), থানা ও জেলা-নাটোর এর হেফাজত হতে ছিনতাইকৃত মোবাইল ফোন, নগদ ৯০০/- টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত লোহার হাতুড়ী উদ্ধার এবং সহযোগী ২নং আসামী মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক আলী (৩৬), থানা ও জেলা-নাটোর কে গ্রেফতার করে। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরস্পর চালককে আঘাত করে অটোরিক্সা ছিনতাই করে। ছিনতাইকৃত অটোরিক্সার ০৪টি ব্যাটারী খুলে ভাঙ্গাড়ীর দোকানে বিক্রয় করে। ১নং আসামীর তথ্য মোতাবেক বড় হরিশপুর মহা সড়কের পার্শ্বে একটি বাগানের মধ্য থেকে ছিনতাইকৃত অটোরিক্সা এবং নাটোর থানাধীন তেলকুপি বাজার জনৈক মোঃ মনিরুল ইসলাম এর ভাংগাড়ী দোকান হতে উক্ত অটোরিক্সার ০৪টি ব্যাটারী উদ্ধার করা হয়। পরবর্তীতে নাটোর শহর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের সহযোগী ছিনতাইকৃত অটোরিক্সার ব্যাটারী বহনকারী ৩নং আসামী মোঃ আব্বাস কাজী (৩৮), থানা ও জেলা-নাটোর-কে গ্রেফতার করে। এ সংক্রান্তে নাটোর থানায় মামলা রুজু হয়

Comments

Popular posts from this blog

এক মিনিটে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

চলন বিল নিয়ে কিছু অজানা কথা